1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

রবীন্দ্রসদনে উদযাপিত হলো, আন্তর্জাতিক শিশু অধিকার দিবস ২০২৪।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (ভারত)

আজ ২১শে নভেম্বর বৃহস্পতিবার, ঠিক সকাল ১০টায়, রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে উদযাপিত হয়, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যান দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, আন্তর্জাতিক শিশু অধিকার দিবস ২০২৪ ।……এসো সবুজ পৃথিবী গড়ি ।

মঞ্চে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এর চেয়ারপারসন তুলিকা দাস। চিফ ইউনিসেফের ড: মঞ্জুর হোসেন, হিউম্যান এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর প্রিন্সিপাল সেক্রেটারী সংঘমিত্রা ঘোষ, পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায়, শিশু সুরক্ষা আধিকারিক আহারুজুন মহাশয়, অ্যাডভাইজার অহনা চক্রবর্তী, কমিশনার মেম্বার জসবতী সিমবী, এছাড়াও উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ, অনুকিতা দাস , শ্রী সৌমিত্র রায় সহ বাংলা ব্যান্ড এর সনাম ধন্য শিল্পী‌ ও অন্যান্য অতিথি বৃন্দ।

অনুষ্ঠানের শুভ সূচনা হলো বৃক্ষে জল ঢালার মধ্য দিয়ে। সকলে একত্রিত হয়ে । এর পর মঞ্চে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে সন্মান জানান, সাথে সাথে একটি ক্যালেন্ডারের শুভ সূচনা করেন, এর সাথে সাথে ৩১ জন শিশুর হাতে তুলে দেন, বীরাঙ্গনা এন্ড বীরপুরুষ সন্মান ২০২৪‌ এবং যে সকল সাংবাদিক শিশুদের নিয়ে লেখেন, তাদের মধ্যে বেস্ট সাংবাদিক দের হাতে তুলে দেন শিশুশ্রী সম্মান ২০২৪। ‌

বিভিন্ন জেলার থেকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলী, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, নদীয়া প্রায় ৭০০ থেকে আটশো শিশু উপস্থিত হয়েছিলেন, এবং চারশোর বেশি শিশু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছিলাম, তাদের বিভিন্ন পারফর্ম তুলে ধরেছেন, নাচ গান , কবিতা, এমনকি এনভায়রনমেন্ট এর উপর, কি ভাবে একটা শিশু বেরে উঠতে পারে, এবং কোন কিছুর প্রতিকার কী ভাবে করবে, এবং কোন কিছুর অভাব ঘটলে কী ঘটতে পারে , সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুরা তুলে ধরলেন, বহু শিশু প্রতি বন্ধকতা থাকা সত্ত্বেও কী ভাবে নিজেদের মনের বল ধরে রেখেছেন।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বলেন, শিশু সুরক্ষা ও অধিকার শুধু সরকারের একার দায়িত্ব বা একা করা সম্ভব নয়, আজ বিভিন্ন এন জি ও আছে বলেই , এবং আমাদের কাছে সহযোগিতা নিয়ে কাজ করে বলেই , শিশুরা বিভিন্ন ভাবে সেই সকল এন জি ও মাধ্যমে বড় হচ্ছে নিজেদের সুন্দর করে গড়ে তুলছে, বুঝতে শিখেছে, সমাজসেবী রা তাদের বিভিন্ন ভাবে শিখিয়ে পারদর্শী করে তুলছেন, একটা শিশু ছোট থেকে পারে নিজেকে তৈরী করতে, আজ তাই আধুনিক জুগে ছোট ছোট ছেলে মেয়ে কম্পিউটার থেকে শুরু করে, গেম , অন লাইন এ পড়াশোনা, সবকিছুতে পারদর্শী হয়ে উঠছে, তাই অভিভাবকদেরও বলবো আপনারারাও ছেলে মেয়েদের পাশে থাকুন লক্ষ রাখুন, আর‌ শিশুর চাহিদাটা বোঝার চেষ্টা করুন, দেখবেন সেই শিশুটি সঠিক পথে এগোতে সফল হবে,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park