1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

শ্রী গুরু সিং সভা কলকাতা আয়োজিত, শ্রীগুরু গোবিন্দ সিং এর জন্মদিবস পালিত হলো।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা (পশ্চিমবঙ্গ)

আজ ২৯ শে ডিসেম্বর রবিবার, শ্রী গুরু সিং সভা আয়োজিত, সকল গুরুদুয়ারার শিখ সম্প্রদায়ের মানুষেরা , রাসবিহারী মোরে একত্রিত হয়ে, একটি বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে, শ্রী গুরু গোবিন্দ সিং এর জন্ম দিবস পালন করেন, কয়েক হাজার শিখ সম্প্রদায়ের মহিলা ও পুরুষ, শিশু ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা প্রতি বছরের ন্যায়, রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে, ভবানীপুর, জদুবাবুর বাজার, রবীন্দ্রসদন, ময়দান, পার্ক স্ট্রীট হয়ে ধর্মতলা ডরিনা ক্রসিং ধরে বড়বাজার পৌঁছান।

শ্রী গুরু গোবিন্দ সিং এর শোভাযাত্রার প্রথমে শিখ সম্প্রদায়ের গুরুরা কৃপান হাতে নিয়ে এগোতে থাকেন , এরপর সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা বাজনা সহকারে এগোতে থাকেন, তাহার পিছনে শিখ সম্প্রদায় পুরুষ ও মহিলারা ঝাড়ুদারা রাস্তা পরিষ্কার করতে করতে শোভাযাত্রায় এগিয়ে চলে, সর্বশেষে গুরুর জয়ধ্বনি দিতে দিতে জল ও পুষ্প ছড়িয়ে, করা ব্যারিকেড এর মধ্য দিয়ে শ্রী গুরু গোবিন্দ সিং এর গাড়ি ও শোভাযাত্রা এগিয়ে নিয়ে চলতে থাকে।

রাস্তার দুই ধারে অগণিত শিষ্য এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন, এবং প্রশাসনের অফিসারেরা ধর্মতলা মোড় ব্যারিকেড করে দেন। কোনরকম গন্ডগোল না ঘটে। এবং রাস্তার দুই ধারে সকল শিষ্য এবং সাধারণ মানুষের হাতে বিভিন্ন রকম উপকরণ তুলে দেন।,

এই শোভাযাত্রার ফলে রাসবিহারী, মোড় থেকে সেন্ট্রাল মোড় পর্যন্ত যান চলাচল কিছুটা ব্যাহত হয়। কিছুক্ষণের জন্য গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায় এবং অন্যদিকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়। এই শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে বড়বাজারের দিকে রওনা হয়। শোভাযাত্রাটি বড় বাজারে গিয়ে শেষ হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park