আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল স্টার জুট মিলস শ্রমিক কোয়ার্টার এলাকায়, ৭ম শ্রেণির জনৈক ছাত্রী (১২) এর শ্লীলতাহানি ঘটিয়েছে স্টার জুট মিলের নিরাপত্তা প্রহরী শফিউদ্দিনের পুত্র জহিরুল ইসলাম সুমন(৩৫)। সুমন স্টার জুট মিলের একজন নিরাপত্তা প্রহরী।
এলাকাবাসী ভিকটিমের বাবা সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা উক্ত মিলের কর্মচারি বিধায় মেয়ের শ্লীলতাহানির ঘটনা জানিয়ে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে প্রকল্প প্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন। প্রকল্প প্রধান আবুল কালাম আজাদ ঐদিনই অভিযুক্তকে কোয়ার্টারচ্যুৎ করেছেন। চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন। মিলের নিয়ম অনুযায়ী এ ঘটনা উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন প্রকল্প প্রধান।
এদিকে দিঘলিয়া স্টার জুট মিলের প্রকল্প প্রধান আবুল কালাম আজাদ এর সাথে সংঘটিত ঘটনার ব্যাপারে যোগাযোগ করলে তিনি জানান, মিলের নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীর ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।
উল্লেখ্য ধর্ষকের বিরুদ্ধে এ ধরণের আরো অনেক অভিযোগ আছে। তার প্রিভিয়াস রেকর্ড খুবই খারাপ বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। ভিকটিমের পিতা জানান আমি এ মিলের কর্মচারী। আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যে ব্যবস্থা গ্রহণ করেন তাই আমাকে মেনে নিতে হবে। তবে এলাকার বিজ্ঞমহল মনে করেন ধর্ষক অপরাধ করেছেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।।