1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

খুলনা বিভাগীয় পর্যায় সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ সাড়ে ৯০%।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ।

 

খুলনা বিভাগীয় পর্যায় সরকারি ভাবে ২০২৫ সালের ধান-চাল সংগ্রহ সময় প্রায় শেষের পথে। খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা গেছে,গত ২৪ শে এপ্রিল থেকে সরকারি ভাবে এই কা্যক্রম শুরু হয়। এখানে ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৩৭ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৭৭৪ টি রাইচ মিলের মাধ্যমে ১লাখ, ৭৩ হাজার ৩১৯ মেট্রিক টন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।

তবে চলতি বছরে সরকারি ভাবে ধানের মুল্য নির্ধারন হয়েছে ৩৬ টাকা কেজি এবং সিদ্ধ চালের মুল্য নির্ধারন হয়েছে ৪৯ টাকা। এবছর ধান-চাল সংগ্রহের সময় শেষ হবে ৩১ শে আগস্ট ২০২৫। তবে চলতি বছরে এখনও পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ৪৭ হাজার ৪৪২ মেঃ টন বা ১০৫% এবং সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৪৯ মেঃ টন বা ৭৬%। ১০ জেলার খাদ্য নিয়ন্ত্রক সুত্রে জানাগেছে,

খুলনা জেলার খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন,তার সংগ্রহ ধান-১১৯% এবং চাল-৭৩%। বাগেরহাট জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলোয়ার হোসেন বলেন,তার সংগ্রহ ধান-৮৫% এবং চাল-৬৮%। সাতক্ষীরা জেলার খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি বলেন,তার সংগ্রহ ধান-১০৮% এবং চাল-৭৮%। যশোর জেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেফাউর রহমান বলেন, তার সংগ্রহ ধান-১১৪% এবং চাল-৭৮%।

ঝিনাইদহ জেলার খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা বলেন,তার সংগ্রহ ধান-১০৪% এবং চাল-৭৮%। মাগুরা জেলার খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাশ বলেন,তার সংগ্রহ ধান-১১৪% এবং চাল-৮২%। নড়াইল জেলার খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা বলেন,তার সংগ্রহ ধান-৮২% এবং চাল-৫৬%। কুষ্টিয়া জেলার খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান বলেন,তার সংগ্রহ ধান-১১৫% এবং চাল-৭৯%। চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ মিজানুর রহমান বলেন,তার সংগ্রহ ধান-৯০% চাল-৭১%। মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ এরশাদ আলী বলেন,তার সংগ্রহ ধান-১১৩% এবং চাল-৯৪%।

সার্বিক বিষয় খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যলয়ের উপ-পরিচালক ইকবাল সোবহান চৌধুরী বলেন,সমস্ত প্রতিকুলতা উপেক্ষা করে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ধান-১০৫% এবং চাল-৭৬% সংগ্রহ করেছি। আশা করি নিধারিত সময়ের আগে টার্গেট পুরণ হয়ে যাবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার উপজেলা এবং জেলা কর্মকর্তাদের তারা কৌশলে তাদের টার্গেট পুরন করতে চলেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park