এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী ইয়াসিন শেখ ( ৫৬) কে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর হাজিগ্রাম এলাকার বাসিন্দা মৃত: উতার শেখ এর পুএ ইয়াসিন শেখ এর বিরুদ্ধে গত ১২/৪/২৫ ইং তারিখে দিঘলিয়া থানায়
একটি ধর্ষন মামলা দায়ের করা হয় যার নং-১০। মামলার পর থেকে ইয়াসিন শেখ পলাতক ছিল, সর্ব শেষ গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর দিকনির্দেশনায় এসআই প্রকাশ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হাজিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন, এসম আসামী ইয়াসিন শেখ ( ৫৬) আটক করতে সক্ষম হয়। উক্ত আসাম ইয়াসিন শেখ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।।