1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

ডুমুরিয়া ও বিলডাকাতিয়াসহ ২৪ বিলের পানি বিকল্প পথে নিষ্কাশনের চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরলেন ইউএনও মুহাম্মদ আল-আমিন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

 

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

জলাবদ্ধতা নিরসনে ডুমুরিয়াসহ বিলডাকাতিয়ার পানি বিকল্প পথে নিষ্কাশনের চেষ্টায় ব্যার্থ হয়ে ফিরলেন ইউএনও মুহাম্মদ আল-আমিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুটুদিয়া ইউনিয়নের পাশখালী সুইজ গেট সংলগ্ন ওয়াপদা বাঁধের উপর এ ঘটনা ঘটে। তবে আগামী শনিবার এনিয়ে চুড়ান্ত সিদ্ধান্তের কথা রয়েছে।

জানা যায়, প্রায় দুই মাস যাবত ডুমুরিয়াসহ বিলডাকাতিয়া এলাকার প্রায় ৪০ হাজার হেক্টর জমি পানির নিচে রয়েছে। এসব এলাকার পানি শোলমারী ১০ ভেন্ট রেগুলেটর দিয়ে নিষ্কাশন হয়ে আসছে। কিš‘ সম্প্রতি গেটের মুখে পলি জমে থাকার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়ে। পরবর্তিতে পাউবো ও উপজেলা প্রশাসনের প্রাণান্ত চেষ্টায় ২০/২৫দিন হলো পানি বের হচ্ছে। কি যে গতিতে বের হচ্ছে তাতে আগামী বোরো মৌসুমে এ অঞ্চলে ধান উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রেক্ষিতে দ্রুত পানি নিষ্কাশনের লক্ষে বিকল্প পথ হিসেবে গুটুদিয়া ইউনিয়নের মধ্যকার পাশখালী ও খয়রাতলা সুইজ গেট দিয়ে অপসারণের উদ্যোগ নেয় জেলা পানি নিষ্কাশন কমিটি। চাষযোগ্য জমির কোন ধরণের যাতে ক্ষতি না হয় সেদিক লক্ষ্য রেখে সীমিত আকারে পানি সরবরাহের সিদ্ধান্ত হয় গত বুধবারের ওই সভায়। মূলত এই বিষয় সরেজমিনে গেট এলাকা পরিদর্শনে যান ইউএনও। এসময়ে গুটুদিয়া এলাকার কৃষকদের সাথে এনিয়ে তিনি আলোচনা করেন।

একপর্যায়ে এলাকার মানুষ গেট দিয়ে অন্য পোল্ডারের পানি সরবরাহ করা যাবে না সাব জানিয়ে দিলেন। এসময়ে উত্তেজিত ৪/৫’শ জনগণের তোপে বিকল্প পথে পানি নিষ্কাশনের কোন সিদ্ধান্ত না দিয়ে পিছু হটলেন ইউএনও আল-আমিন। তিনি বলেন, গত বুধবার এনিয়ে খুলনা জেলা পানি নিষ্কাশন কমিটির একটা জরুরী মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় কৃষিযোগ্য জমির যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে সীমিতভাবে পানি সরবরাহ করার। তিনি এলাকার মানুষকে শান্ত থাকতে বলেন এবং আগামী শনিবার এনিয়ে চুড়ান্ত সিদ্ধান্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সল্প পরিসরে বসার জন্য আহবান জানান।

এদিকে জনরোষসৃষ্টির জন্য গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামকে দায়ী করে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিয়া গোলাম কুদ্দুস বলেন, জনগণেরর এই উ”ছংখলারোধে আপনি ব্যার্থ হয়েছেন।

এতে প্রমান করে আপনি দুর্বল চেয়ারম্যান অথবা আপনার দুরভিসন্ধি রয়েছে। এসময়ে উপস্হিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, পাউবোর এসডি আতিকুর রহমান, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, পাউবোর এসও তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, পূজা পরিষদের নেতা নির্মল চন্দ্র বৈরাগী, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জিএম আমানউল্লাহ, মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, মেম্বর গফ্ফার গাজী, নিহার রঞ্জন ফৌজদার, আমজাদ ফকির প্রমুখ।

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park