1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে, অরাজনৈতিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ- ধর্ণা অবস্থান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় ,কলকাতা (পশ্চিমবঙ্গ)

আজ ২৭শে ডিসেম্বর শুক্রবার, দুপুর ১২ টায় শিয়ালদায় জমায়েত হয়ে, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬ এর ডাকে, স্কুল সার্ভিস পশ্চিমবঙ্গ, একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণি ২০১৬ এসএলএসটি র যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ন্যায় বিচারের দাবীতে অরাজনৈতিক বিক্ষোভ মিছিল -সমাবেশ ও ধর্ণা অবস্থান করলেন, কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা মিছিল করে রানী রাসমণি পর্যন্ত আসেন এবং অবস্থান বিক্ষোভ করেন।

তাহারা বিভিন্নভাবে স্লোগান দিতে থাকেন, এবং বলেন যোগ্য প্রার্থীদের জন্য কোন আইনি ব্যবস্থা নাই ,অথচ দুর্নীতিগ্রস্তদের জন্য বড় বড় আইনের লোক দেওয়া হয়। রাজনৈতিকভাবে আমাদের প্যানেল বাতিল করা হয়েছে আমরা মেনে নেব না। তাই আজ আমরা কলকাতার পথে নেমেছি, আর আমরা বাড়িতে থাকব না, লড়াই করে সত্যের অধিকার আদায় করে নেব।

মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন জেলার শাখা থেকে শিক্ষক-শিক্ষিকারা, বর্ধমান কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, নদীয়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার সহ অন্যান্য জেলা।

তাহারা স্লোগানের মধ্য দিয়ে জানান, যোগ্য
শিক্ষক-শিক্ষিকাদের চাকরি কেড়ে নেওয়া চলবে না, যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বহাল রাখতে হবে এবং দুর্নীতি কারীদের শাস্তি দিতে হবে, যারা আমাদের চাকরি বিক্রি করেছে। টাকার বিনিময়ে চাকরি লুট করেছে, তার সাথে সাথে সিবিআই ও স্কুল সার্ভিস কমিশন কে ধিক্কার জানান।

তাহারা জানান, আমরা সিবিআই প্রদত্ত ৮.৫% এবং ১৪.৪৭% অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অন্তর্গত নয়।

আমাদের নামে কোন দুর্নীতির লিস্ট নাই, যে সতের দফা অভিযোগ তুলে প্যানেল ক্যানসেল করা হয়েছে, আমরা সেই সতের দফা অভিযোগের অন্তর্ভুক্ত নয়।

আমরা ৯২% নবম -দশম এবং ৮৬ % একাদশ- দ্বাদশ স্বচ্ছতার সাথে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের ন্যায় পাওয়ার লড়াই আপনাদের সমর্থন চাই।

রাজ্য সরকার এসএসসি এবং ডব্লিউ বি বি এস ই কে দক্ষ আইনজীবী নিয়োগ করে, আমাদের ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা কে প্রশস্ত করতে হবে।

আমাদের প্যানেল ক্যানসেল এর বিরুদ্ধে সমস্ত রকম রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

মিছিল শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড ধরে, যখন ধর্মতলা ডড়িনা ক্রসিং পৌঁছায়, তখন প্রশাসনের অফিসারেরা ধর্মতলার দু’ধারে পুলিশ দিয়ে ব্যারিকেট করে দেন ,যাতে কোন দিকে বিক্ষোভ দেখাতে না পারে, কিন্তু মিছিল ডড়িনা ক্রসিং আসার সাথে সাথে শিক্ষক-শিক্ষিকারা ঘোষণা করতে থাকেন মাইকিং করে,ডরিনা ক্রসিং এ বসে পড়ার , কিন্তু কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাদের মিছিলে ডরিনা ক্রসিং ভর্তি হয়ে যাওয়ায়, তারা পুনরায় রানী রাসমনির দিকে এগোতে থাকে, তখনও মিছিল জানবাজার ছাড়িয়ে রয়েছে, সমস্ত গাড়ি-ঘরা বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন, প্রশাসনের অফিসাররা বোঝানোর চেষ্টা করলেও তারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে আটকে রাখে, এবং বিক্ষোভ দেখাতে থাকে, তাদের একটাই দাবী যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে স্কুলে নিযুক্ত করতে হবে। আর আমরা মুখ বুঝে থাকবো না, এবার আমাদের ন্যায্য দাবি আদায় করে নেবো, বেশ কিছুক্ষণ ধর্মতলা যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park