মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
বাংলার চেতনা নিউজ।
গত ১লাসেপ্টেম্বর বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেজিয়াবপরিষদের এক বর্ণাঢ্য রেলি ও আনন্দ মিছিল দিনাজপুর ঈদগা মাঠ থেকে শুরু করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বর্ণাঢ্য আনন্দ মিছিলে নেতৃত্ব দেন দিনাজপুরজেলা জিয়াপরিষদের
সভাপতি মামুন-উর- রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফুলবাড়ী থানা বিএনপি’র জিয়াপরিষদের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নওশের ওয়ান ফুলবাড়ী৷ থানাবিএনপি’র ফুলবাড়ী জিয়াপরিষদের সদস্য সচিব মো: মহসিন রেজা ফুলবাড়ী পৌর বিএনপি’রজিয়া পরিষদের আহ্বায়ক মো: রফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মো: আব্দুলহাফিজ সহ ১৩ টি থানার যে পরিষদের নেতৃবৃন্দ এই বর্ণাঢ্য আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
মো আব্দুল হাফিজ দিনাজপুর থেকে।।