1. admin@banglarchetona.com : admin :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকের বেদম মারপিটে হাসপাতালের বিছানায় ছটফট করছে শিশু সিয়াম খুলনা মহানগর খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান র‌্যাব-৬ কর্তৃক সাতক্ষীরা থেকে হত্যা মামলার আসামি আটক বিশ্বব্রহ্মান্ডের অধিশ্বর যুগাবতার ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-১৪৩২ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা ছদ্মবেশে দুদকের অভিযান সাব-রেজিস্ট্রি অফিসে দিঘলিয়ায় আকিদুল শরীফের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখল । প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল। দখলকারীরা বহাল তবিয়তে। খুলনা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন ছাত্রদের সম্মানে প্রীতিভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ ডুমুরিয়ায় মহিলা তরমুজ চাষী বিপাশা গাইনের বাম্পার ফলনে তার মুখে হাসি খুলনা জেলা ও মহানগর তাঁতীদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিঘলিয়ায় আকিদুল শরীফের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখল । প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল। দখলকারীরা বহাল তবিয়তে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর আকিদুল শরীফের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের জমি যবর দখল করে নিয়েছে রিপন শেখ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায় , খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া মৌজার রেকর্ডিও মালিক ঘোষ পাড়ায়  চৈতির  নামিও ১৫.৬৭ ও ১২.৬৭  শতাংশ জমি সহ অন্যান্য জমি  দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে রিপন শেখ ও তার সাঙ্গপাঙ্গরা।
গত ৩০ জুলাই রিপন শেখ তার বাহিনী নিয়ে প্রথমে চৈতি‌ ঘোষের নামিয় ১৫.৬৭ শতাংশ জমি দখলে নিয়ে ধান রোপন করেন পরবর্তীতে শনিবার (১৬ আগষ্ট ) ১২.৬৭ শতাংশ জমি জোর পূর্বক দখলে নিয়ে ধান রোপণ শুরু করে সংবাদ পেয়ে চৈতির জমির দেখ ভালের দায়িত্বে  থাকা মিখাইল শেখ  ঘটনা স্থলে উপস্থিত হয়ে দিঘলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশের এস আই নারায়ণ ঘটনাস্থলে এসে রিপন শেখ কোন বোনিয়াদে জমিতে এসেছে জানতে চাইলে আকিদুল শরীফকে মোবাইল ফোন ধরিয়ে দেন। তিনি উভয় পক্ষের কাগজ পত্র নিয়ে সন্ধ্যায় থানায় হাজির হতে বলেন। পরবর্তীতে বেলা ১১ টার দিকে থানা পুলিশের  অন্য অফিসার কবির ঘটনা স্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের কাছে শুনে উভয় পক্ষের কাগজ পত্র নিয়ে  থানায় উপস্থিত হতে বলেন।

পুলিশের দু’ কর্মকর্তা নির্দেশনাকে উপেক্ষা করে রিপন শেখ দুপুরে জমিতে উপস্থিত হয়ে আবারও বাকী জমিতে ধান রোপণ করেন এবং সন্ধ্যার থানায় হাজির হওয়ার কথা থাকলেও হাজির হয়নি।

দিঘলিয়া মৌজায় চৈতি ও তার  দুই বোনের নামীয় রেকর্ডিও অন্য সম্পত্তিতেও তাদের যেতে মানা করা হয়েছে।  এ ঘটনায় চৈতির পরিবার ও মিকাইল শেখ  নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বর্তমান সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নিয়ে হুমকি-ধামকি প্রদান করায় জমির কেয়ারটেকার মিকাইল শেখ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দখলীয় জমি উদ্ধার ও রিপন শেখ সহ জড়িতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন  বলেন, ঘটনায় তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে জমি রোপণ থেকে নিবৃত থাকতে বলার পর ও কেন রিপন শেখ জমিতে ধান রোপণ করেছে এবং  থানায় উপস্থিত হয়নি বিষয়টি ক্ষতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রিপন শেখ তার বাহিনী জমির কেয়ারটেকার মিকাইল শেখের  বর্গাদার কে জমি থেকে জোর পূর্বক উঠিয়ে দিয়ে রিপন ও তার বাহিনী বিভিন্ন প্রকার হুমকিধানকি প্রদান করেন এবং পার্শ্ববর্তী জমিগুলোতেও  ধান রোপণ করবে বলে জানিয়ে দিয়েছিলেন রিপন শেখ তারা ধারাবাহিকতায় এবং প্রশাসনের গাফিলতির কারণে শনিবার (১৬ আগষ্ট ) ১২.৬৭ শতাংশ জমি জোর পূর্বক দখলে নিয়ে ধান রোপণ করেছে ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park