মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনা ৫ আসনের প্রার্থী আলী আজগর লবীর পথসভা ১৫ আগস্ট সন্ধ্যায় শিরোমণি বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন। পথ সভায় প্রধান অথিতি ছিলেন আলী আজগার্ত লবী। মোহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তিতা করেন শেখ সেলিম আহমেদ, শেখ হাফিজুর রহমান, শেখ, আজগার আলী, ইসমাইল হোসেন বাবু, শুকুর আলী, আবদার মুন্সী, রেজাউল হক, আরিফুর রহমান, আলহাজ্ব শেখ আলামিন, আব্দুর রহমান আক্তার হোসেন, মকবুল সরদার, পিয়ার আলী, সোলেমান শেখ, যুবদল নেতা তহিদুল ইসলাম, ইমলাখ হোসেন, মনোরঞ্জন গোসাই, রেজাউল ইসলাম গাজী, মারুফ মুন্সি, মিয়া রবিউল ইসলাম, এস এম রিয়াজ শেখ, সাহেব আলী, আজগর আলী শেখ, শেখ বদর উদ্দিন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ দিদারুল ইসলাম, মোল্লা নুরুল ইসলাম,
সিরমান্ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, উজ্জ্বল কুমার,শেষে ফলেল শুভেচ্ছা জানানোহয়।।