এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়া উপজেলার উন্নয়ন ও জনসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শুধুমাত্র প্রশাসনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জনগণের সমস্যার সমাধানে সবসময় প্রস্তুত এই প্রশাসনিক কর্মকর্তা যেকোনো প্রয়োজনে মাঠে নেমে পড়েন নিজেই। দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা প্রদান কিংবা বয়স্ক ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে তিনি কাজ করছেন নিরলসভাবে।
সম্প্রতি একাধিক ঘটনায় তার মানবিকতার নজির এলাকায় প্রশংসিত হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে জরুরি প্রয়োজনে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই তার আন্তরিকতা মানুষের হৃদয় জয় করেছে।
ইউএনও মো: আরিফুল ইসলাম বলেন, “প্রশাসনের দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয়, মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মচারী হিসেবে আমার চেষ্টা থাকবে দিঘলিয়ার মানুষের জন্য সাধ্যমতো কাজ করে যাওয়া।”
তার এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের কাছে তাকে একজন মানবিক, সৎ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দিঘলিয়ার মানুষ বিশ্বাস করেন, তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনসেবা আরও গতিশীল হবে।।