1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত দিঘলিয়ায় বিশিষ্ট আইনজ্ঞ ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচা কে এম জিন্নাত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া । দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিকাংশ হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

দিঘলিয়ার গাজিরহাট গোয়াল থেকে ৫ টি গরু ডাকাতির ঘটনায় সংবাদ সম্মেলন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এলাকায় মনির গাজী ও শরিফুল গাজীর এক সংবাদ সম্মেলন ১০ ই আগষ্ট ডোমরা আমবাড়ীয়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনির গাজী ও শরিফুল গাজী তাদের লিখিত বক্তব্যে বলেন।গত ৩রা আগষ্ট রাত আনু: ২ টার দিকে ৫ টি গরু ডাকাতি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

লিখিত বক্তব্যে তারা জানান উক্ত এলাকার বাসিন্দা ৮/৯ জন মিলে রাতের আধারে ২ টি গোয়াল থেকে মোট ৫ টি গরু ডাকাতি করে নিয়ে যায় এবং তাদের সর্বোচ্চ শেষ করে দেয়। প্রতিটি গরুর মুল্য প্রায় ১ লাখ থেকে দেড় লাখ টাকা । এবিষয়ে মনির গাজী শরিফুল গাজী আরো বলেন দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার কতিপয় দুষ্কৃতকারী একটি মহল


১। আক্তার শেখ এর পুত্র আনোয়ার শেখ, ২। খাজা শেখ এর পুএ সাবু শেখ, ৩। জাফর শেখ এর পুএ মারুফ শেখ, ৪। জাফর শেখ এর পুএ জাহিদুল শেখ,৫।খাজা শেখ এর পুএ করিম শেখ,৬। আলফুর পুএ আরিফ শেখ, ৭। আতিয়ার এর পুএ ইকতার শেখ, ৮।আতিয়ার এর পুএ তরিকুল, ৯। উকিল এর পুএ মো: জাহিদুল। উক্ত সংবাদ সম্মেলনে গাজী আর ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা দিঘলিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park