স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এলাকায় মনির গাজী ও শরিফুল গাজীর এক সংবাদ সম্মেলন ১০ ই আগষ্ট ডোমরা আমবাড়ীয়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনির গাজী ও শরিফুল গাজী তাদের লিখিত বক্তব্যে বলেন।গত ৩রা আগষ্ট রাত আনু: ২ টার দিকে ৫ টি গরু ডাকাতি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
লিখিত বক্তব্যে তারা জানান উক্ত এলাকার বাসিন্দা ৮/৯ জন মিলে রাতের আধারে ২ টি গোয়াল থেকে মোট ৫ টি গরু ডাকাতি করে নিয়ে যায় এবং তাদের সর্বোচ্চ শেষ করে দেয়। প্রতিটি গরুর মুল্য প্রায় ১ লাখ থেকে দেড় লাখ টাকা । এবিষয়ে মনির গাজী শরিফুল গাজী আরো বলেন দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার কতিপয় দুষ্কৃতকারী একটি মহল
১। আক্তার শেখ এর পুত্র আনোয়ার শেখ, ২। খাজা শেখ এর পুএ সাবু শেখ, ৩। জাফর শেখ এর পুএ মারুফ শেখ, ৪। জাফর শেখ এর পুএ জাহিদুল শেখ,৫।খাজা শেখ এর পুএ করিম শেখ,৬। আলফুর পুএ আরিফ শেখ, ৭। আতিয়ার এর পুএ ইকতার শেখ, ৮।আতিয়ার এর পুএ তরিকুল, ৯। উকিল এর পুএ মো: জাহিদুল। উক্ত সংবাদ সম্মেলনে গাজী আর ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা দিঘলিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.