এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়ন নগরঘাট এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা। গত শনিবার রাত সাড়ে নয়টায়
দিঘলিয়া ইউনিয়নের নগরঘাট গ্রামে সুজন শেখ (২০), পিতাঃ সওার শেখ,সাং-দিঘলিয়া নগরঘাট ,থানা-দিঘলিয়া, জেলা- খুলনা, খালিশপুর থানাধীন জনৈক আশিকা খাতুন (১৮) সহিত এর সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহর পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝাটির সৃষ্টি হয়। এর ফলে সুজনের স্ত্রী ১৬/০৭/২৫ ইং তারিখ তার বাবার বাড়ি চলে যায়।এর ফলশ্রুতিতে ভিকটিম ১৯/০৭/২৬ তারিখ নিজ বসতঘরে আড়ার সাথে মা এর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।ভিকটিমেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মা ডাক চিৎকার দিলে বাড়ির আশপাশের লোকজন উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত রত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
দিঘলিয়া থানা পুলিশ জানায়, অপমৃত্যু মামলা হয়েছে।