মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,বাংলার চেতনা নিউজ।
পুলিশের বিশেষ অভিযানে খুলনার ৪ নং ঘাট এলাকা হতে অপহরণকৃত খুলনার খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে। কেএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন,রাত সাড়ে বারোটার দিকে অপহৃত খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে খুলনা থানা পুলিশ।
এবিষয়ে সুকান্ত মজুমদারের স্ত্রী মাধবী রানী মজুমদার বাদি হয়ে খুলনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন
আমার স্বামী সুশান্ত কুমার মজুমদার যিনি খাদ্য বিভাগে খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ নং ঘাট ইনচার্জ হিসাবে কর্মরত আছেন। গত ১৩/০৭/২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে আমার স্বামীর উক্ত কর্মস্থলে মোঃ রেজা ও বাবু মন্ডল নামক ২জন
এবং তাহাদের সংগীয় আরও অপরিচিত ৩ জন লোক আসিয়া আমার স্বামীকে বলে যে আমরা পুলিশের লোক, তাই আমাদের সহিত থানায় যাইতে হইবে বলিয়া হাতে হ্যান্ড কাপ পরাইয়া ট্রলারে উঠাইয়া মারিতে মারিতে জেলাখানা ঘাট অভিমুখে চলিয়া যায়। ইহার পর আমার স্বামীর ব্যবহৃত নম্বরে ফোন দিলে বন্ধ পাইতেছি। উল্লেখ্য যে,উক্ত বাবু মন্ডল নামধারী ব্যক্তি কয়েক বার আমার স্বামীর নিকট
টাকা দাবী করে এবং দিতে অস্বীকার করিলে বিভিন্ন হুমকি ধামকি দিয়া আসিতেছে। অন্য দিকে খুলনা থানা পুলিশ তাকে রাতেই উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা থানার ওসি জানান, এবিষয়ে একটি মামলা হয়েছে এবং দুই জনকে আটক করে জিজ্ঞাসা বাদ চলছে।