আবিদ আজাদ দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দিঘলিয়ার পানিগাতী গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব বি এ হামিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং তাঁর সহধর্মিনী খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর শিরিনা হামিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
গতকাল শনিবার (৫ জুলাই) ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের
বি এ হামিদ হীরক জয়ন্তী মিলনায়তনে বি এ হামিদ ট্রাস্ট ও ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম। স্মরণসভায় বক্তারা বলেন, “বি এ হামিদ ছিলেন এ অঞ্চলের শিক্ষা আন্দোলনের অগ্রপথিক। তাঁর হাতে গড়ে ওঠা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আজো অজস্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে।”
এ স্মরণসভায় বক্তব্য রাখেন ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও দাতা সদস্য দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দাতা সদস্য জেবিন আক্তার হামিদ, দাতা সদস্য ইসরাইল হোসেন মোড়ল, জারিফ বিশ্বাস হামিদ, মুক্তিযোদ্ধা কমান্ড গোলাম মোস্তফা, মাওলানা কায়েছুর রহমান, হাবিবুর রহমান মল্লিক প্রমুখ। তাঁরা দু’জনের শিক্ষাবিষয়ক অবদান, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বি এ হামিদ ট্রাস্টের ট্রাস্টি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণসভার শেষে দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব বি এ হামিদ ও প্রফেসর শিরিনা হামিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।।