1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত দিঘলিয়ায় বিশিষ্ট আইনজ্ঞ ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচা কে এম জিন্নাত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া । দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিকাংশ হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

ক্যাপাসিটি বিল্ডিং অব ডিওএফ অফিসিয়ালস অন মনিটরিং অব কনস্ট্রাকশন ওয়ার্কস বিয়ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ  সমাপ্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

 

শুক্রবার৭ ফেব্রুয়ারি মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় মৎস্য বীজ উৎপাদন খামার, গল্লামারী, খুলনায় তিনদিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং অব ডিওএফ অফিসিয়ালস অন মনিটরিং অব কনস্ট্রাকশন ওয়ার্কস বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের প্রকল্প পরিচালক এস.এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডুমরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাসটেইনেবল কোষ্টাল প্রকল্পের মাধ্যমে  উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদের উন্নয়নের জন্য বেশকিছু অবকাঠামো উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে। উক্ত কাজের গুনগতমান নিশ্চিত করার জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেরিন ফিসারিজ অফিসার ও টেকনিক্যাল অফিসারদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  প্রশিক্ষণের ম্যাধমে সিভিল ওয়ার্ক মনিটরিং বিষয়ের খুটিনাটি বিষয়ে শেখানো হয়েছে। তিনি কাজের গুনগত মান নিশ্চিত করার  জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।   প্রকল্প সদর দপ্তরের উপপ্রকল্প পরিচালক মনিষ মন্ডলের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  খুলনা অঞ্চলের ডিপিডি সরোজ কুমার মিস্ত্রী, নির্বাহী প্রকৌশলী মো: সামসুল আলম,  চট্টগ্রাম অঞ্চলের ডিপিডি মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অব:) মো: হেলাল উদ্দিন,  ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগ্যান ও আরো অনেকে। এসময় প্রধান অতিথি  সফলভাবে সম্পন্ন প্রশিক্ষণার্থীগণের মাঝে সার্টিফিকেট বিরতণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বরিশাল ও খুলনা অঞ্চলের ২৮ জন মেরিন ফিসারিজ অফিসার ও  টেকনিক্যাল অফিসার এবং মৎস্য অধিদপ্তরের  ৫ জন প্রকৌশলী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park