শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
শুক্রবার৭ ফেব্রুয়ারি মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় মৎস্য বীজ উৎপাদন খামার, গল্লামারী, খুলনায় তিনদিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং অব ডিওএফ অফিসিয়ালস অন মনিটরিং অব কনস্ট্রাকশন ওয়ার্কস বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের প্রকল্প পরিচালক এস.এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডুমরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাসটেইনেবল কোষ্টাল প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদের উন্নয়নের জন্য বেশকিছু অবকাঠামো উন্নয়নের কাজ বাস্তবায়ন করছে। উক্ত কাজের গুনগতমান নিশ্চিত করার জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেরিন ফিসারিজ অফিসার ও টেকনিক্যাল অফিসারদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের ম্যাধমে সিভিল ওয়ার্ক মনিটরিং বিষয়ের খুটিনাটি বিষয়ে শেখানো হয়েছে। তিনি কাজের গুনগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। প্রকল্প সদর দপ্তরের উপপ্রকল্প পরিচালক মনিষ মন্ডলের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের ডিপিডি সরোজ কুমার মিস্ত্রী, নির্বাহী প্রকৌশলী মো: সামসুল আলম, চট্টগ্রাম অঞ্চলের ডিপিডি মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অব:) মো: হেলাল উদ্দিন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগ্যান ও আরো অনেকে। এসময় প্রধান অতিথি সফলভাবে সম্পন্ন প্রশিক্ষণার্থীগণের মাঝে সার্টিফিকেট বিরতণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বরিশাল ও খুলনা অঞ্চলের ২৮ জন মেরিন ফিসারিজ অফিসার ও টেকনিক্যাল অফিসার এবং মৎস্য অধিদপ্তরের ৫ জন প্রকৌশলী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.