শেখ ফসিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এবং কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়া ডাকবাংলো মাঠে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যারা ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু। তিনি জানান, ‘১৮ মে তারিখে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের উপর নড়াগাতি থানার যোগানিয়া বাজার এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হামলা চালায়।’যদিও এ বিষয়ে সঠিক তথ্য তাদের জানা নেই, তবে তারা ফেসবুকের মাধ্যমে ঘটনার সংবাদ জানতে পারেন। এই ঘটনার পর সন্ধ্যায় কালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলেন। মিলু দাবি করেন, এই অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিকর।
ওয়াহিদুজ্জামান মিলু দাবি করেন, ১৭ মে খুলনায় তারুণ্য সমাবেশ শেষে বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢাকায় অবস্থান নেন এবং ১৮ মে ব্যবসায়িক কাজে দেশের বাইরে যান। সুতরাং, ওই দিন হামলার ঘটনায় তাকে জড়ানো অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে, একটি চক্রান্তকারী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে জেলা সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে দলের ভিতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, ওই দিন সন্ধ্যায় একদল অজ্ঞাত দুষ্কৃতকারী কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ও কার্যালয় ভাঙচুর শুধু রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে না, বরং দলের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। নেতৃবৃন্দ দলীয় ঐক্য বজায় রাখার এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি রেজাই রাবী কামাল শেখ মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সদ্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহ্বায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোল্লা জুয়েল রানা, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ