মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান ঃ
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৪ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকায় দর্শনা থানাধীন পাঠানপাড়া গ্রামস্থ ইসলাম বাজার হইতে শান্তিপাড়া গামী সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জোবায়ের হোসেন ডন (৩০), পিতা-মৃত আঃ মালেক, মাতা-মৃত নাসরিন বেগম, স্ত্রী-মোছাঃ সীমা খাতুন,স্থায়ী গ্রাম-কেরুজ মিলপাড়া, বর্তমান গ্রাম-পরানপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট,মূল্য অনুমান ৩০,৬০০/- টাকা ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি Apache RTR 150 CC মোটরসাইকেল, যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।