এস.এম.শামীম খুলনা ব্যুরো।
খুলনা, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ইং খুলনা জেলার খুলনা সদর থানার নিরালা হাজী বাড়ি এলাকার ১০৪, শেরেবাংলা রোডের বাসিন্দা জাহাঙ্গীর কবির খোকনের ছেলে মোঃ রনি (৩৫), যিনি স্থানীয়ভাবে টিসিবি ডিলার ও জ্বালানি তেল ব্যবসায়ী হিসেবে পরিচিত, দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।আজ রাত সাড়ে ৯টার দিকে নিরালা হাজী বাড়ি এলাকায় নিজ বাসার সামনে তেল বিক্রির সময় ৫-৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হলে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। হামলার ফলে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত আহত রনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।হামলার কারণ নিয়ে পরিবারের অভিযোগ:আহত রনির পরিবারের দাবি, সম্প্রতি খুলনা জেলার লবনচরা থানার সবুজবাগ এলাকার বিএনপি নেতা মোঃ আরিফ তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় আরিফ তাকে মারধর করেন এবং এই হামলা তার সহযোগীদের মাধ্যমে সংঘটিত হতে পারে বলে তারা সন্দেহ করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ:
খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নগরীতে দিন দিন সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।