1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রেলওয়ে ঋনদান সমিতির পরিচালক পদে আবুল কাসেম বিজয়ী, খুলনায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ। ফুলবাড়ি সরকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান দিনাজপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠান ১২ হাজার টাকা জরিমানা। ফুলবাড়ীতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, ডা.আব্দুল আহাদ আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত দিঘলিয়ায় বিশিষ্ট আইনজ্ঞ ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচা কে এম জিন্নাত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া । দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহে আপন মহিমায় ৩০ বছর ধরে ২২ মাথা নিয়ে দাঁড়িয়ে যে গাছটি!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধ অয়ন ইসলাম

একটি গাছে স্বাভাবিক ভাবে, একটি মাথায় হয় তবে এর বেশি হলে, সেটা অস্বাভাবিক। এমনিই একটি গাছের সন্ধ্যান মিলেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পল্লিতে। গাছটি ২২টি মাথা নিয়ে দাড়িয়ে আছে, যা এখন মানুষের বিনোদনের খোরাক হয়ে দাড়িয়েছে। জানা যায়, কোটচাঁদপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরত্বে বহরমপুর গ্রাম। এ গ্রামের পাশ দিয়ে গেছে আমেরিকার জনগণের পক্ষ থেকে নির্মিত সড়ক। বর্তমান যার নাম করন হয়েছে আমেরিকান সড়ক। এ সড়কের পাশের মাঠে জন্মেছে অস্বাভাবিক সেই ২২ মাথার খেজুর গাছ। গাছটির বর্তমান বয়স ৩০ বছর, এমনটাই জানালেন স্থানীয়রা। দীর্ঘ দিন ধরে গাছটি তাঁর ২২টি মাথা নিয়ে দাড়িয়ে আছে। প্রথমে খবরটি এলাকায় ছাড়িয়ে পরলে বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। যার কারণে অনেক জায়গার মানুষই গাছটি এক নজর দেখতে ছুটে আসেন।

কোটচাঁদপুরের পল্লীর ওই গ্রামে যা এখন মানুষের বিনোদনের খোরাক হয়ে দাড়িয়েছে। গাছটির মালিক সলেমান মুন্সী বলেনঃ খেজুর গাছটি আমার পিতা আবু তালেব মুন্সি লাগিয়েছিল, পাশে আরো খেজুর গাছ ছিল। ওই গাছ থেকে রস সংগ্রহ করা হত। গাছগুলো কেটে ফেলা হয়েছে বেশ আগেই। তবে অস্বাভাবিক ওই খেজুর গাছটি রেখে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, গাছটির বয়স ৩০ বছর হবে। গাছটি এখন এলাকার ঐতিহ্য বহন করছে এবং মানুষের বিনোদনের খোরাক হয়ে দাড়িয়েছে। বহরমপুর গ্রামের এক কৃষক জানান, এই গাছটিতে অতিরিক্ত সাপ থাকতো। এ কারণে গাছ থেকে আর রস সংগ্রহ করা হত না। এ ছাড়া সাপের কারণে গাছটিতে খেজুর হলেও সেগুলো পাড়া হত না গাছেই ফল পেকে নষ্ট হয়ে যেত। এভাবেই প্রথমে একটা দুইটা করে মাথা হতে থাকে এক সময় তা ২২টি মাথায় রুপ নিয়েছেন।

ওই গ্রামে ঢাকা থেকে আসা আত্মীয় দর্শণার্থীরা জানান, এমন গাছ বিরল। ব্যতিক্রমী নিদর্শন এই গ্রামে সলেই একবার হলেও এ গাছটি দেখতে ছুটে আসি। দেশের বিভিন্ন এলাকা থেকে গাছটি এক নজর দেখতে অনেকেই আসেন। তিনি বলেন, ২২টি মাথার খেজুর গাছটি, দেখে মনে হয় কোন শিল্পী নিপুন হাতে গাছের মাথা গুলো সাজিয়ে রেখেছেন। অবাক করার বিষয় গাছটির মূলের চেয়েও ২২গুন মাথা নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি এই খেজুর গাছটি।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এটি হরমন জনিত কারণে,এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা প্রশাখা হতে পারে। আর এ ক্ষেত্রে সেটিই ঘটেছে। তবে এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park