মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধিঃ
গত২৮জানোয়ারি দিনাজপুর মেডিকেল কলেজে অনুষ্ঠিত আলোচনায় এবারের প্রতিপাদ্য ছিল
“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
তারুণ্যের উৎসব ২০২৫ এ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
উৎসবের জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন ছিল অন্যতম। আর এই কার্যক্রমের মূল বিষয় ছিল “ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠান”
ব্রেস্ট ক্লিনিক ও সার্জারি বিভাগ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানের মূল আকর্ষণ SBE( Self breast examination) অর্থাৎ “স্ব স্তন পরীক্ষা” পদ্ধতি ব্যাখ্যা করেন হাসপাতাল সিনিয়র স্টাফ নার্স মেরিনা সুলতানা। পাশাপাশি অভিজ্ঞ ক্যান্সার স্পেশালিষ্টগণ তাদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন। এছাড়াও ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ রেডিয়েশন থ্যারাপি ও বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আলোকপাত করেন দিনাজপুর মেডিকেল কলেজ, অনকোলজি বিভাগের একজন অনকোলজিস্ট।
সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস সালাম’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আলোচনায় উপস্থিত ছিলেন, ব্রেস্ট ক্লিনিক মেডিকেল অফিসার ডাঃ অর্পিতা চৌধুরী এর স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক বিশেষ উপস্থাপনা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ডাঃ সানজিদা খাতুন , মেডিকেল অফিসার, সার্জারি বহিঃবিভাগ।
আরও উপস্থিত ছিলেন, হাসপাতাল পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ শ্যামলী সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী, দিনাজপুর মেডিকেল কলেজ , দিনাজপুর।