খুলনা প্রতিনিধি ঃ
খুলনা রুপসায় শেখ আবুল কালাম (৪৫) নামে এক প্রবাসী ব্যাবসায়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গেল বুধবার সন্ধায় রুপসা থানাধীন শ্রীফলতলা ইউনিয়নের চন্দন শ্রী ডাক্তার বাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমান গুরুত্বর আহত হয়ে খুমেক হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধীন আছে।
তুচ্ছ ঘটনায় খুলনা রূপসায় ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়,গত বুধবার সন্ধ্যায় মুদি দোকান ব্যবসায়ী যোবায়ের এর সাথে কালাম শেখদের দোকানে কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি হয়। তার জের ধরে ২৬ জানুয়ারি সকাল ৯ টার দিকে রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী স্কুল মোড়ে এই ঘটনা ঘটে। এসময় যোবায়ের গ্রুপ এর সাজ্জাদ হালদার,সজীব হালদার, লিটন শেখ,রাজ্জাক শেখ, শরীফ শেখ,শিয়াম ও যোবায়ের নেতৃত্বে হামলা চালানো হয়। এসম তাদের দেশীয় অস্ত্রের আঘাতে সাহাবুর শেখ, আসাবুর, সাহিদুল শেখ,ইপ্তি শেখ,সুমি বেগম,ইটালী প্রবাসী সালাম ও রাবেয়া বেগম মারাত্বক আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে রুপসা থানার অফিসার ইনচার্য মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন,আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি অভিযোগ পেয়েছি । তদন্ত চলছে যথাযথ আইনগত ব্যবস্থা নিব।