এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
দিঘলিয়ায় বিনা লাইসেন্সে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার। ২০ শে জানুয়ারী দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান অভিযান চালিয়ে গাজির হাট ইউনিয়ন এর কামারগাতী বাজারের ব্যবসায়ী হানিফ শেখ কে বিনা লাইসেন্সে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ, সহকারী কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিস সুএে জানা যায় কৃষক বাঁচাতে কৃষির উন্নয়ন কে প্রাধান্য দিয়ে এধরণের অসাধু ব্যাবসায়ীদের আইনের আওতায় আনা হবে।