1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত দিঘলিয়ায় বিশিষ্ট আইনজ্ঞ ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচা কে এম জিন্নাত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া । দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিকাংশ হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

জেপিসির উদ্যোগে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের জন্য দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস পালন 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ এবং তাদের সুরক্ষার জন্য পদক্ষেপকে উৎসাহিত করতে প্রতি বছর জাতিসংঘ-স্বীকৃত দিবসটি পালন করা হয়। দিবস টি উপলক্ষে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির খুলনার সার্বিক সহযোগিতায়।

সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 এর সহযোগিতায় গঠিত জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল দশটায় দৈনিক প্রবাহ ভবনের সামনে মানববন্ধন শেষে প্রবাহের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্য সচিব ও প্রজেক্ট কর্ডিনেটর গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের উপস্থাপনায় ও জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ও দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চিফ রিপোর্টার এনামুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি ডব্লিউ এফ এর পরিচালক ও সি ডব্লিউ এফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক,

এ সময় বক্তারা বলেন ,সারা বাংলাদেশে যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাদের হত্যাকারীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যেন বাংলাদেশে কোন সাংবাদিক হত্যার শিকার না হয় এজন্য প্রশাসনকে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সাংবাদিকদের সুরক্ষার জন্য পত্রিকার সম্পাদক ও রিপোর্টারদের ও সচেতনতার কথা বলেন বক্তারা।

এ সময় জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন শাখার সদস্যবৃন্দ সহ, খুলনার স্থানীয় ,জাতীয় দৈনিক পত্রিকার ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ,সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ এবং তাদের সুরক্ষার জন্য পদক্ষেপকে উৎসাহিত করতে প্রতি বছর জাতিসংঘ-স্বীকৃত দিবসটি পালন করা হয়। ২০১৩ সালের ২শে নভেম্বর মালিতে দুই ফরাসি সাংবাদিকের হত্যার স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা দিবসটি স্থাপিত হয়েছিল। দিবসটি প্রতিষ্ঠাকারী রেজোলিউশন সদস্য দেশগুলিকে আহ্বান জানায়: সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, জবাবদিহিতা নিশ্চিত করা, অপরাধীদের বিচারের আওতায় আনা। , ক্ষতিগ্রস্থদের প্রতিকারের অ্যাক্সেস নিশ্চিত করা এবং সাংবাদিকদের কাজ করার জন্য একটি নিরাপদ পরিবেশ প্রচার করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park