1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত দিঘলিয়ায় বিশিষ্ট আইনজ্ঞ ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচা কে এম জিন্নাত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া । দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিকাংশ হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

ডুমুরিয়ায় চিংড়িতে জেলি পুশ,করার অপরাধে ১জনকে৩মাসের জেল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

 

ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মাগুরা ঘোনা গ্রামের বড় মাছ ব্যবসায়ী রোবেন বৌদ্ধ (৫৩)কে তার মাছের ডিপুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিংড়িতে জেলি পুশের অভিযোগে অসাধু ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ৩ মাসের জেল দেওয়া হয়েছে। জব্দ করা হয় প্রায় ৩০ কেজি চিংড়ি।জানা গেছে গোপন ভিত্তিতে দির্ঘ দিন যাবত চিংড়ি মাছ পুষ করে আসছে। চিংড়ি মাছ গুলো ডুমুরিয়া উপজেলা পরিষদ সামনে জন সাধারণের উপস্থিতে মাটি খুঁড়ে কেরশিন দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান।
ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান ।
মোবাইল কোর্ট মামলা নম্বর: ০৪/২০২৫ তারিখ: ০৭/০১/২০২৫
আইনের নাম ও ধারা:‌২০২০এর ৩১এর ১ধারা মোতাবেক।
মঙ্গলবার (৭জানুয়ারী) বিকেলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই আদেশ দেন। এ সময় ডুমুরিয়া মৎস্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, ডুমুরিয়া উপজেলার মাগুরা ঘোনা বাজারে কতিপয় অসাধু মাছ ব্যবসায়ী অতিমুনাফার আশায় অনৈতিকভাবে চিংড়িতে ক্ষতিকর হাইড্রোজ জেলি পুশ করে আসছে। মৎস্য অফিসের এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ক্ষতিকর মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া এলাকায় কে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
অভিযানের সময় জব্দ করা হয় সাড়ে ৩০’কেজি পুশকৃত চিংড়ি, ২ ড্রাম হাইড্রোজ জেলি, ২ বক্স হাইড্রোজ পাউডার, পুশের জন্য সিরিঞ্জ, জেলি মিশ্রিত ২টি হাড়ি ও ২টি ওজন মাপার যন্ত্র ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের কারণে বৈদেশিক আয় হ্রাসের পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park