মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।
খুলনা বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে, খোরশেদ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ। গত ২১ শে মে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক খোরশেদ আলম সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান এর দিক-নির্দেশনায় নিয়মিত অভিযানে অংশ হিসেবে থানার ওসি তদন্ত মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে এস আই প্রদীপ কুমার, এস আই মাসুম বিল্লাহ,এস আই শরীফসহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
তদন্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে,জাল টাকার একটি চালান খুলনায় আসছে। এ তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসিয়ে নজরদারি শুরু করে। পরে ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস তল্লাশি চালানো হয়। একজন ব্যক্তির আচরণ সন্দেহ জনক মনে হলে,পুলিশ তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে। তল্লাশির সময় ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের ১০ বান্ডিল উদ্ধার করা হয়,যা পরীক্ষা করে জাল বলে নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা। এ বিষয় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে।।