মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলার সদর উপজেলার বানতাড়া গ্রামের কমল দাস এর ছেলে সবুজ দাস তার ফেসবুক থেকে মহানবী (সা:) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে।
বিষয়টি ওই এলাকা যুবকদের সামনে এলে তারার প্রতিবাদ জানান। বিষয়টি যখন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তৌহিদী জনতা সেই মুহূর্তে সবুজ দেশের বাড়ি ঘেরাও করে, এমন তো অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে তৌহিদী জনতা কে শান্ত করার চেষ্টা করে
এবং সবুজ দাস কে গ্রেফতারের আশ্বাস দেন।
সাত দিন পেরিয়ে গেলেও সবুজদাসকে গ্রেফতার করা হয়নি এখনো, গত তিন দিন আগে তৌহিদী জনতা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে অবরোধের এক পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের আশ্বাসে অবরোধ তুলনায় আন্দোলনকারীরা।
তিন দিন পেরিয়ে গেলেও সবুজ গ্রেফতার করা হয়নি, সে কারণে আজ সকাল সাড়ে আটটা থেকে আবারও সড়ক অবরোধ করে তৌহিদী জনতা।
সকাল সাড়ে আটটা থেকে টানা ছয় ঘন্টা সড়ক অবরোধ রাখে তৌহিদী জনতা, এরপর দিনাজপুর জেলার অতিরক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
আন্দোলনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সর্বজনীন শ্রদ্ধাভাজন মুরুব্বী মাওলানা মতিউর রহমান কাসেমী, মুফতি খাইরুজ্জামান, মুফতি ইমামুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা খাদিমুল ইসলাম, মাওলানা আল আমিন বিন আমজাদ, মাওলানা জাকি হাবিব, মাওলানা আবু হুরায়রা, মাওলানা আজিজুল হক।
এ সময় বক্তারা জানান সবুজ দাস কে দ্রুত গ্রেপ্তার করা না হলে এর চেয়ে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। অবশেষে সবুজ দাস কে সহযোগিতা কারি ওপেন দাস মাস্টার কে গ্রেফতার করে পুলিশ আগামী সাত দিনের মধ্যে সবুজ দাস কে গ্রেফতারের আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসাইন ও কোতোয়ালি থানার ওসি।।