এস.এম.শামীম,নিজস্ব প্রতিনিধি।
খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খাঁন এম এ বারীর পুত্র, দিঘলিয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামানের চাচা খুলনা জেলা আইনজিবি সমিতির সাবেক সহ সভাপতি আলহাজ্ব কে এম জিন্নাত আলী (৭৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তিনি তিন পুত্র, এক কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জীবন দশায় খুলনার আদালতে এ পিপি হিসাবে কর্মরত ছিলেন। তিনি দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও কেন্দ্রীয় ঈদগাহে আজীবন সদস্য ছিলেন।
জীবন দশায় তিনি মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল।খুলনা আদালত পাড়ায় এবং দিঘলিয়া অঞ্চলে তিনি একজন সম্মানিত ও সুপরিচিত আইনজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং আগামী রবিবার তার স্বরনে শোক সভার আয়োজন করেছে। এ-উপলক্ষ্যে আগামী রবিবার আদালত অঙ্গনের সকল কর্যক্রম বন্ধ থাকবে, বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল হাসান রুবা।
তার মৃত্যুতে খুলনা আদালত পাড়ায় এবং দিঘলিয়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকায় সকাল ১০ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের গ্ৰামের বাড়ি দিঘলিয়া উপজেলার দিঘলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি তার কর্মজীবনে এবং পারিবারিক জীবনে একজন আদর্শবান মানুষ হিসাবে পরিচিত ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি আজিজুর রহমান সোহেল, মাওলানা আসাদুল্লাহ খামিনি, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, মুফতি ড. রফিকুল ইসলাম, হাফেজ অলিউল্লাহ, খান রওশন আলী, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আমিরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আলামিন মোল্লা, শেখ খাইরুল ইসলাম, আলীয়ার রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক একরামুল হোসেন লিপু, এস এম
শামীম ,আজহারউদ্দিন বাওয়ালি, রবি মোড়ল, আমির হোসেন সহ অসংখ্য মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের ভাইপো মাওলানা রেজোয়ান ।
জীবনের আদর্শ, সততা ও পেশাগত নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে দিঘলিয়া বাসী একজন জ্ঞানী ও গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে হারিয়ে যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, তা সহজে মোচন হবার নয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন—এই প্রার্থনা সকলের।
দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচা কে এম জিন্নাত আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমূখ।।