মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
‘‘তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসকের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা হয়েছে।
গত (৩১ মে) শনিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী আয়োজন হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় তামাক কোম্পানীর কুটকৌশল ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম, সেনেটারী ইন্সেপেক্টর জগদিষ চন্দ্র মহন্ত, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি,দেশ টিভি‘র জেলা প্রতিনিধি মো. হারুন-উর-রশিদ প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।