1. admin@banglarchetona.com : admin :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় আকিদুল শরীফের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখল । প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল। দখলকারীরা বহাল তবিয়তে। খুলনা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন ছাত্রদের সম্মানে প্রীতিভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ ডুমুরিয়ায় মহিলা তরমুজ চাষী বিপাশা গাইনের বাম্পার ফলনে তার মুখে হাসি খুলনা জেলা ও মহানগর তাঁতীদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা ৫ আসনের প্রার্থী আলী আজগর লবির শিরোমণি পথসভা. খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের প্রচার মিছিল গিলাতলায় স্বৈরাচার পতনের বর্ষপুর্তি উপলক্ষে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন

যশোর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিপ্লবকে গ্রেফতার করেছে RAB৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), এলিট ফোর্স হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে র‌্যাবের

জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাদক চোরাচালানের বিভিন্ন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমতাবস্থায় সিপিসি-৩ যশোর, র‌্যাব-৬ কর্তৃক উক্ত মাদকের সাথে সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ২০২৫ তারিখ

রাতে র‌্যাব-৬,যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে,মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি মোঃ বিপ্লব হোসেন বাবু (৪৩) যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ১৬ এপ্রিল মধ্য রাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বিপ্লব হোসেন বাবু (৪৩),পিতা-মোঃ ফারুক হোসেন শিরু, সাং-পুলিশ লাইন কদমতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে গ্রেফতার করে। আসামি মোঃ বিপ্লব হোসেন বাবু যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিল। ২০১৭ সালে আসামি মাদক ব্যবসা পরিচালনাকালে ১২৫ গ্রাম হেরোইনসহ আটক হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু হয়। বর্ণিত আসামি উক্ত মামলায় ১১ মাস জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকে।মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি মোঃ বিপ্লব হোসেন বাবুকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে র্দীঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে সিপিসি-৩, র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে আসামিকে গ্রেফতার করে।এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি মারামারি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park