মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনা ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে। বাজারের ব্যবসায়ীদের তাৎপরতায় নির্বাচন মুখী হয়ে পড়েছে ব্যবসায়ীগণ। আসন্ন ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে। ১৬ আগস্ট রাত ৯ টায় দুর্যোগপূর্ণ পরিবেশে ফুলবাড়ীগেট বাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ী হারুন আর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচনের আগে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, সকলের সমন্বয়ে একটি অ্যাডহক কমিটি গঠন, আবারো যেন একনায়তন্ত্র ফিরে না আসে এ জন্য সকল দলের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। কে বি এ ডিপার্টমেন্টাল স্টোরের সাবেক পরিচালক বর্তমান আব্দুল্লাহ টাইলসের স্বত্বাধিকারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগিপোল ইউনিয়নের আমীর ইসমাইল হোসেন পারভেজ এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ব্যবসায়ী বিভাগের খুলনা মহানগরের সেক্রেটারি আজিজুর রহমান স্বপন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ, রেজাউল করিম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শোয়াইব, ইয়াসিন আরাফাত, জয়নাল আবেদীন জানু, আব্বাস তালুকদার, মোহাম্মদ আশরাফুজ্জামান, খলিলুর রহমান, শরিফ আল মামুন, অহিদুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বাজারের বিভিন্ন পেশার ব্যবসায়ীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।