1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার লাখোহাটিতে হার্টের রোগীকে বিদ্যুৎ বিভাগের শ্রমিকের মারধর। মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিকাংশ হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ

নগরীতে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার- জুলফিকার আলী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।

কে,এম,পি,খুলনা,গতকাল বুধবার সকাল ৯ঘটিকায় খুলনা বয়রা পুলিশ লাইন্সে কে,এম,পি’ র আয়োজনে অনুষ্ঠিত হয় ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে মতবিনিময় সভা। খুলনা নগরস্থ প্রায় সাড়ে তিনশ ইজিবাইক চার্জিং পয়েন্টের মালিকদের নিয়ে এ

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময়ে খুলনা নগরকে যানযট মুক্ত করে পরি ছন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কে,এম,পি র বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন করানো হয়। ভিডিও ফুটেজ তুলে ধরা হয় খুলনা শহর সহ বিভিন্ন জায়গার ইজিবাইকের মুভমেন্ট, গতি বিধি,নিয়ম নীতি, দূর্ঘটনা সহ নানাবিধ ভিডিও ফুটেজ ও গঠন মুলক আলোচনা। আলোচনার এক পর্যায়ে উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের বিভিন্ন মতামত। কি ভাবে চালাতে হবে ইজিবাইক তার ই সু স্পষ্ট নিয়ম নীতি উঠে আসে চার্জিং পয়েন্টের মালিকদের মাঝ থেকে। যোগ বিয়োজন করে মতামত পোষণ করে শৃঙ্খলা মেনে ইজিবাইক চালানো কথা তুলে ধরেন, কে,এম,পি’ র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। তিনি আরো বলেন,কে,এম,পি র তত্ত্বাবধানে পত্যেক ইজিবাইক চালককে ট্রেনিং দেওয়া হবে, নেওয়া হবে না কোন ফি, ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে তাদেরকে সনদ প্রদান করা হবে। তিনি আরো জানান, খুলনা নগরকে যানযট মুক্ত ও দূর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে হলে অ দক্খ্য চালক, যেখানে সেখানে ওঠা নামা সহ নানাবিধ সমস্যায় এ ট্রেনিং অতি আবশ্যক বলে আমি মনে করি। প্রথমত ৫/৫০০ হাজারের মতো ইজিবাইককে এ আইনের আওতায় আনা হবে পরবর্তী তে আবার প্রয়োজন হলে ধারাবাহিকতায় আবারও এ ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সনদ দেওয়া

হবে বলে আশ্বাস প্রদান করেন। পরি শেষে খুলনার শহর হোক যনযাট মুক্ত, দূর্ঘটনা সহ নানাবিধ সমাস্যা মুক্ত, গড়ে উঠুক সুখ ও শান্তি ও শৃঙ্খলা র নগর এই আশা বাদ ব্যক্তকরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park