1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা সিটি কলেজে প্রতিষ্ঠাতা শেখ রাজ্জাক আ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়ম এর একাধিক অভিযোগ। খুলনায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কুয়েটের ফজলুল হক হলের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাংবাদিক মোশারেফ ও কেফায়েত শাকিলের ওপর হামলার ঘটনায় অনলাইন প্রেসক্লাবের সভাপতি /সাধারণ সম্পাদকের নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক মোশারেফ ও কেফায়েত শাকিলের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ যোগীপোল ইউনিয়ন বিএনপির ৬ ও ৭ নং ওয়ার্ডে সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন দিনাজপুরের ফুলবাড়িতে খাদ্যবান্ধব অধিদপ্তরের সহায়তা কর্মসূচি’র চাল বিতরণ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এর মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত। জেন্ডার ট্রাসফরমেটিভ ওয়াশ বিষয়ক কর্মশালা

ডুমুরিয়ার ডাকাতিয়ার বিলের অপরূপ সৌন্দর্য পদ্ম ফুল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়াখুলনা বাংলার চেতনা নিউজ।

অনিন্দ্য সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রাণী বলা হয়। এ বিলের রাশি রাশি প্রস্ফুটিত পদ্মফুল দর্শনার্থীদের মধ্যে আভা ছাড়াচ্ছে।
প্রত্যন্ত অঞ্চলে গ্রামের একপাশে ডাকাতিয়ার বিলে। তার চারপাশে মৎস্য ঘেরের‌ মাঝের বেশ কিছু অংশজুড়ে পদ্ম ফুলের সমারোহ। সবুজ পাতার মাঝে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সাদা-গোলাপি রঙের একেকটি পদ্ম। শেষ বিকেলে যেন মোহনীয় আবেশ তৈরি হয় বিলে। আর এই সময়ে পদ্মবিল মুগ্ধতা ছড়ায় প্রকৃতিপ্রেমীদের মাঝে।

খুলনা জেলার ডুমুরিয়া,উপজেলার রংপুর ইউনিয়নের মুজোর ঘুটায় অবস্থিত ডাকাতিয়ার বিল। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সবুজে ঘেরা গ্রামে প্রথমে পিচঢালা, পরে মেঠো পথ পেরিয়ে পৌঁছাতে হয় প্রত্যন্ত গ্রামের বিলটিতে। সূর্যোদয় ও সূর্যাস্ত—এ দুটি সময়ে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ্য হয়ে ওঠে। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এলাকাবাসীর পাশাপাশি প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসছে এ বিলের পাড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের শেষ প্রান্তে বিলে । একটি বাড়ির মাঝখান দিয়ে বিলের পাড়ে মাছের ঘেরের আইল‌ কিনারে পৌঁছে দেখা গেল ডিঙি নৌকায় মাছ শিকারে ব্যস্ত স্থানীয় মাছ চাষী নিউটন‌ মন্ডল তার ডিঙি নৌকায় বিলের মাঝখানে গেলে হৃদয় হারিয়ে যায় ভালো লাগার অন্য জগতে। চারপাশে ফুটে আছে অনেকগুলো পদ্ম ফুল। কোনোটি আবার অভিমানে নিজেকে গুটিয়ে রেখেছে। হাত দিয়ে ছুঁয়ে দেখতে শরীরে শিহরণ খেলে যায়। বিলের চারপাশে সবুজ আর মাঝখানে সাদা-গোলাপি রঙের পদ্ম ফুল তৈরি করেছে অন্যরকম সৌন্দর্য। সূর্যাস্তের সঙ্গে পদ্মফুলের রং-রূপ তৈরি করে মোহনী আবেশ।
তবে কিছু সমস্যাও রয়েছে পদ্ম ফুলের সৌন্দর্যের মাঝে। বিলে যাতায়াতের তেমন ব্যবস্থা নেই। ডিঙি নৌকায় দুজনের বেশি ওঠা যায় না। আর প্রকৃতিগতভাবে বেড়ে ওঠা ডাকাতিয়ার‌ বিলের মাঝে মাঝে কচুরিপানা ও অন্যান্য আগাছা রয়েছে। যেগুলো পরিকল্পিতভাবে নিরসন করা গেলে সৌন্দর্য আরও উপভোগ্য হবে।
থুকড়া গ্রামের‌ বাসিন্দা আশরাফুল‌ আলম বলেন, ডাকাতিয়ার বিলে সাধারণত বর্ষা মৌসুমে পদ্ম ফুল ফোটা শুরু হয়। শরৎকালে বেশি ফুল ফোটে। এখানে কেউ পদ্ম ফুলের চাষ করে না। বছরের পর বছর ধরে প্রাকৃতিকভাবে এই বিলে পদ্ম ফুল ফুটে আসছে। বিলের নিচু এলাকার কিছু জমি চাষাবাদের আওতায় আসায় পদ্ম বিলের পরিধি অতীতের চেয়ে এখন অনেক কমে গেছে।’
পদ্ম ফুল দেখতে আসা জুলফিকার আলী বলেন, ‘গ্রামবাংলায় পদ্ম ফুল বেশ পরিচিত। খোঁজ পেয়ে দেখতে এসেছি। বিলে পদ্ম ফুল দেখে মুগ্ধ হলাম। তবে বিলটিকে পরিকল্পিতভাবে সাজানো গেলে দর্শনার্থী আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন(৫০) পাঁচ বছর ধরে বছরের ছয় মাস ডাকাতিয়ার বিলের পদ্ম ফুল, পদ্ম চাক ও পদ্ম পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি জানান, সকালে বাড়ির পাশের বিল থেকে প্রায় দুই ঘণ্টা পদ্ম ফুল, পদ্ম চাক ও পদ্মপাতা তোলেন তিনি। দশটি পদ্ম ফুলের এক আঁটি ১৫ টাকা, ছয়টি পদ্ম চাক ১০ টাকায় এবং প্রতিটি পদ্ম পাতা ৬ টাকায় বিক্রি করেন তিনি।

ডুমুরিয়া উপজেলা উপজেলা কৃষি‌ অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, ‘পদ্ম ফুল কেবল সৌন্দর্যের আধারই নয়, উদ্ভিদটি ভেষজ গুণসমৃদ্ধও। এর ডাঁটা সবজি হিসেবে খাওয়া যায়। মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে, চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে এই জলজ উদ্ভিদ ও ফুল বেশ উপকারী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park