দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
আসন্ন দিঘলিয়া শিববাড়ি ময়দানে অনুষ্ঠিতব্য যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সেনহাটি ইউনিয়ন বিএনপি। আগামী ৮ অক্টোবর এই যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই সমাবেশকে সফল করতে রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন বিএনপির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ মুসলিম উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য রাসেল আহমেদ নাসিম,মাহমুদুল হাসান মিঠু মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী মিন্টু , কুদরত ই এলাহী স্পীকার, হাসান সরদার, মোঃ মিলন হোসেন, সরদার আজাদ, শেখ আব্দুর রশিদ, শেখ আব্দুল গনি, মোল্লা বেলায়েত হোসেন, মোঃ হান্নান, শেখ আব্দুস সালাম, সরদার আসাদুজ্জামান, মোঃ সোহেল শেখ, ওয়াহিদুজ্জামান শুভ, মো. লিটন শেখ এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ
উপস্থিত সকল নেতাকর্মী যুব সমাবেশকে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।।