(মোঃ সোহেল রানা) বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনা মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে অভিযান চালিয়ে ৯ (তরুণী)
নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে খুলনা সদর থানা পুলিশ শহরের আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো— খাদিজা পারভীন (৩৬), সুলতানা আক্তার (১৯), মাহি আক্তার (১৯), সুমাইয়া খানম (২২), রাবেয়া খাতুন (২১), রানী (৩০), হোসনে আরা (২২), মোঃ মামুন বিশ্বাস (৩০) ও আমিনুর রহমান (২৭)।
তাদের সবাই খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।স্থানীয়রা অভিযোগ করেন, আবাসিক হোটেল গুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলছে। এসব হোটেলকে কেন্দ্র করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা দ্রুত এসব হোটেলের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যক্রম চলায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, এমন কার্যক্রম দমন না হলে তরুণ সমাজ ও নগরীর নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।।