1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫৬ তম বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন : ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে

দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ৭ দফা দাবীতে কারিগরি ছাত্র আন্দোলন জেলা শাখার আলোচনা সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম

স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ,

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে আলোচনা সভা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মেশদাতুল ইসলাম মিশুক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে সকল প্রকৌশলীরা উপরে উঠতে চায় কিন্তু আমাদের দেশের কিছু ডিগ্রী প্রকৌশলী নিচে নামতে চায়। তারা তাদের ৯ম গ্রেড থেকে এখন ১০ম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদে নামতে চায়। অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শুধুমাত্র ১০-ম গ্রেড ছাড়া অন্য কোন গ্রেডে আবেদন করার সুযোগ নেই। কিন্তু ডিগ্রি প্রকৌশলীদের ১-ম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে চাকরি করার সুযোগ রয়েছে। তাদের এ দাবি বাংলাদেশের মাটিতে কখনোই পূর্ণ হবে না, হবে না। তিনি সকল শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখার পাশাপাশি সুশৃংখলভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল হুদা, সংগ্রাম কমিটির আহবায়ক মোঃ মিনারুল ইসলাম খান, সদস্য সচিব মো. শাহানুর রশিদ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌঃ মো. সাজিউল ইসলাম সাজু, সহ সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ডিইএব দিনাজপুর জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মনজুর মুর্শেদ সুমন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আশিকুল ইসলাম, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আদিব হোসেন, মোছাম্মৎ রওশন আরা, মোসাম্মত তুলি, মোহাম্মদ তামিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেকানিকাল বিভাগের (৬ষষ্ঠ পর্ব) শিক্ষার্থী মোছা: রওশন আরা ও কম্পিউটার বিভাগের (৬ষষ্ঠ পর্ব) শিক্ষার্থী মোছা: আতিকা রহমান তুলি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park