মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে আলোচনা সভা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মেশদাতুল ইসলাম মিশুক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে সকল প্রকৌশলীরা উপরে উঠতে চায় কিন্তু আমাদের দেশের কিছু ডিগ্রী প্রকৌশলী নিচে নামতে চায়। তারা তাদের ৯ম গ্রেড থেকে এখন ১০ম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী পদে নামতে চায়। অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শুধুমাত্র ১০-ম গ্রেড ছাড়া অন্য কোন গ্রেডে আবেদন করার সুযোগ নেই। কিন্তু ডিগ্রি প্রকৌশলীদের ১-ম গ্রেড পর্যন্ত সকল গ্রেডে চাকরি করার সুযোগ রয়েছে। তাদের এ দাবি বাংলাদেশের মাটিতে কখনোই পূর্ণ হবে না, হবে না। তিনি সকল শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখার পাশাপাশি সুশৃংখলভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল হুদা, সংগ্রাম কমিটির আহবায়ক মোঃ মিনারুল ইসলাম খান, সদস্য সচিব মো. শাহানুর রশিদ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌঃ মো. সাজিউল ইসলাম সাজু, সহ সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ডিইএব দিনাজপুর জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মনজুর মুর্শেদ সুমন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আশিকুল ইসলাম, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আদিব হোসেন, মোছাম্মৎ রওশন আরা, মোসাম্মত তুলি, মোহাম্মদ তামিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেকানিকাল বিভাগের (৬ষষ্ঠ পর্ব) শিক্ষার্থী মোছা: রওশন আরা ও কম্পিউটার বিভাগের (৬ষষ্ঠ পর্ব) শিক্ষার্থী মোছা: আতিকা রহমান তুলি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.