মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই অয়ন তীর্থ পাইক সংগীয় অফিসার ও ফোর্সসহ পথের বাজার পুলিশ চেকপোস্টে চেকিং ও পথের বাজার পুলিশ ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলা, বিশেষ অভিযান ডিউটি করাকালে ১০ ই আগস্ট রবিবার রাতে আনুমানিক সাড়ে ৭টায় পথেরবাজার পুলিশ চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়কে ফুলতলার দিক হতে একটি যাত্রীবাহী বাস পথেরবাজার চেকপোস্ট অতিক্রম করাকালে চেক করার জন্য থামালে উক্ত বাস হতে একজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রামের মীরসরাই এলাকার মোঃ ইউছুফ মিয়ার পুত্র মোঃ জায়েদুন্নবী (২৯), কে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবাসহ আটক করে। খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ।।