শেখ ফসিয়ার রহমান নড়াইল
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক ‘মে দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার (১ মে) “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়া উপজেলা ও পৌর শ্রমিক দল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক ফাউন্ডেশনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শিহাব উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম, দবির উদ্দীন, নওশের আলী, কামরুল মোল্লা, শ্রমিক নেতা এলাহি শেখ, হান্নান শেখ, সবুজ সরদার, শেখ নজরুল ইসলাম, রজব আলী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মিলন চৌধুরী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু ও সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লা।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তারা অন্যায় করবে না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেবে না। সেই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানান, যেন শ্রমিকদের অধিকার কেবল কাগজে-কলমে নয়, বাস্তবেও বাস্তবায়ন করা হয়।