কবিতা ঃ এতিম !
কলমে ঃ মোহাম্মদ ইসলাম।
যে ছেলেটা কাগজ কুড়ায়
দিও না তাকে গালি, লাথি,
যে মেয়েটা ঘরের কাজে
মার হয় রোজ সাথী ।
যাকে তুমি টোকাই বলো
মা বাপ হারা, রোডে ঘুমায়,
আদর করার নাই তার কেহ
নিজ কুকুরটার আদর সে পায় !
তুমি আমি খুঁজি না তাঁকে
তার কুকুরটা খোঁজে তাঁকে,
রাতে দু’জন ঘুমায় একসাথ
দুর্বার পরে রেলের বাঁকে !
যে ছেলেটা গরু চরায়
তুমি আমি রাখাল বলি,
চড়থাপ্পড় দিও না গালি
ডাকে না কেউ খেলতে “হোলি” !
ঈদ পূজায় নাই কাপড় তার
পায় না খেতে পোলাও সেমাই,
ওরা হচ্ছে এ বিশ্বের
সারাজীবনের দুঃখী ‘নিমাই’ !
অনাথ এতিম মা বাপ হারা
আদর সোহাগ পায় না তারা,
কিল চড় তার নিত্য সাথী
বেঁচে থেকে-ও জ্যান্ত মরা !!
ভাল না লাগে, আদর না করো
কোন অপমান করোনা তাকে,
এ অবস্হায় দায়ী না নিজে
স্বয়ং বিধাতা করেন যাকে !
ক্যাপশন ঃ
অভাগা এতিমের ছবি।