1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

একযুগ পরে দেশে ফিরবেন বিএনপি’র সভাপতি সেলিম রেজা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

 

 

ইলিয়াস হাওলাদার স্টাফ রিপোর্টারঃ

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতারা। এদের কেউ এক যুগ, কেউ দেড় যুগ পর দেশে ফিরছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থানের কারণে বিএনপি’র রাজনীতিতে যুক্তরাজ্যের ‘লন্ডন’ ছিল বারবার আলোচনায়।

বাংলাদেশের পর বিএনপি’র রাজনীতিতে সবচেয়ে বেশি সরগরম ছিল লন্ডন। কেন্দ্রীয় সব কর্মসূচি ঢাকার পাশাপাশি লন্ডনে বড় পরিসরে পালিত হত। অনেক কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এসে যোগ দিতেন। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকায় অনেকেই গেল এক যুগ, দেড় যুগ দেশে আসতে পারেন নি। অনেকের পাসপোর্টও আটকে থাকা সহ নানা জঠিলতা ছিল। গত ৫আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

একসময়ের তুখোর ছাত্র নেতা যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ঝালকাঠি জেলার রাজাপুরের কৃতী সন্তান হাবিবুর রহমান সেলিম রেজা আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে আসবেন। শেখ হাসিনা সরকারের সময় তার মা মারা যাওয়ায় তিনি দেশে ফিরে মায়ের দাফন ও কবর জিয়ারত করতে পারেননি। আমেরিকায় তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়ায় তার উপর হুলিয়া জারি করায় দেশে আসতে পারেননি। তাই হাবিবুর রহমান সেলিম রেজা দীর্ঘ দিন পর দেশে আসবেন।

হাবিবুর রহমান সেলিম রেজা জানান,  ‘দেশ স্বাধীন হলেও আমরা এখনও পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যম নতুন সরকার গঠন হবে। তবে নির্বাচন অনেক কঠিন হবে, এখনই খুশি হওয়ার কিছু নেই। দলের প্রতি সম্মান রাখতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। সবাই মিলে নির্বাচনে বিজয় এনে সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ দেশ নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো।’ তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারব। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আমি খুবই আবেগ আপ্লুত হচ্ছি। তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হওয়ায় দেশ ও দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তাই আমিও দেশে ফিরে আমার, নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এর মানুষের সাথে এই আনন্দ উপভোগ করব। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই বিএনপি নেতা সবার দোয়া কামনা করেন।

উল্লেখ্য, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিউইয়র্কে নেতৃত্ব দিয়ে নিউইয়র্কবাসীর কাছে তিনি ব্যাপক জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park