শাকিল শরিফ দৌলতপুর
মির্জা গাওসাল হোসেন (রুকু) বা রাঙা মামা” তিনি ছিলেন মুক্তি যুদ্ধের এক বীর সৈনিক ।দেশের শ্রেষ্ঠ সূর্য সন্তানদের এক জন । শুধুমাত্র একজন বীর মুক্তিযোদ্ধা নয় তিনি ছিলেন একজন উদার, সাহসী, মানবিক এবং ভালো মানুষের উদাহরণ। তাঁর মতো একজন মানুষের সাহস ও কর্তব্যবোধ, বিশেষ করে বাংলাদেশের মুক্তিসংগ্রামে যে ভূমিকা পালন করেছিলেন, তা কখনো ভুলে যাওয়ার মতো নয়।, তা সত্যিই প্রশংসনীয়।
এটা খুবই গৌরবের বিষয় ।আমি বিজয় দিবসে তাঁর অবদান স্মরণ করি এবং,শ্রদ্ধা জানাই। একজন মুক্তিযোদ্ধার আত্মত্যাগ এবং তাঁর সাহসিকতা প্রজন্মের পর প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ। , “যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন মুক্তি যোদ্ধাদের স্মৃতি জাতি কোনোদিন ভুলবে না”, শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
জাতির এই শ্রদ্ধা এবং ভালোবাসা প্রমাণ করে যে, রুকু মামা শুধুমাত্র একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আমাদের জীবনের একটি অমূল্য অংশ। তাঁর আত্মার শান্তি কামনা করি, এবং আল্লাহপাক তাকে বেহেশত নসিব করুন—আমিন।আ