মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের ফুলবাড়ীতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মজলুম জননেতা আল্লামা মামুনুল হক বলেছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আজ ১১ অক্টোবর ( শনিবার )সন্ধ্যা ৬ টায় ফুলবাড়ী ঢাকা মোড় চত্ত্বরে আয়োজিত পথসভায় তিনি বক্তব্য প্রদান কালে আরো বলেন বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না,যদি কেউ আবারো ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করা হবে।
পথসভায় সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতী নুরুল্লাহ,মুফতী আবরারুল হক আল মাদানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে তিনি বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগদান করেন।।