আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খুলনার দিঘলিয়া উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) জুমআবাদ দিঘলিয়া উপজেলা মোড় চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা মোড় থেকে শুরু করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে অপূর্ব পালের কুশপুত্তলিকা দাহ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ।
কয়েকদিন আগে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র আলকোরআন অবমাননার ভিডিও চিত্র নিজের ফেসবুক প্রোফাইলে প্রচার করলে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। তারই প্রতিবাদে গতকালকের এই প্রতিবাদ সমাবেশ বলে জানিয়েছেন আয়োজকরা।দিঘলিয়া উপজেলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে আলকোরআন অবমাননার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আজিজুর রহমান, জামায়াত ইসলামি দিঘলিয়া সদর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারী মোঃ বদিউজ্জামান আজাদ, মুফতি ইয়াকুব আলী, মুফতি হেদায়েতউল্লাহ, ফয়সাল হোসেন, মোল্যা তৈয়েবুদ্দিন, মুফতি আকরাম হোসেন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুফতি বেলাল উদ্দিন ও মুজাহিদুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সর্বস্তরের আলেমসমাজসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করেন। মিছিল শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।।