মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালি ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন বা নির্বাচন হতে যাচ্ছে আগামী ১১ ই অক্টোবর ২০২৫। রোজ শনিবার সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হবে। গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের ভোট গ্রহন অনুষ্ঠিত তবে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সুরখালি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হতে চলেছে। উক্ত কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হবে।
বা নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতা নির্ধারণ হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ পদে নির্বাচন হবে। এই তিনটি পদের জন্য দশজন প্রতিদন্ডি প্রার্থী রয়েছেন। সভাপতি পদে পদে প্রার্থী রয়েছেন ৩ জন।প্রার্থীরা হলেন যথাক্রমে সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক মোঃ রাশেদ কামাল,মোল্লা হাবিদুর রহমান ও মোঃ সাত্তার শেখ (মোস্তফা)। অন্য দিকে
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী।
প্রার্থীরা হলেন, যথাক্রমে সাবেক মেম্বার শেখ হাফিজুর রহমান,শেখ এনামুল হক এবং সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জমাদ্দার। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন যথাক্রমে শহীদুল ইসলাম বিশ্বাস (সাইদ),মোঃ আজিজুর রহমান মোল্লা,মোঃ মোক্তার মোল্লা ও মুজাফফার শেখ। বর্তমান এই সম্মেলন বা নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের গ্রামে গ্রামে চায়ের দোকানে ভোটারদের মধ্যে বিশেষ এক ধরনের আনন্দ উত্তেজনা বিরাজ করছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হবেন আগামী দিনের নেতা। আবার
অনেকে টেনে আনছেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ও কথা। কারণ যে সভাপতি বা সম্পাদক নির্বাচিত হবেন, তারাই আগামীর চেয়ারম্যান। এমনটাই ধারণা করছেন ভোটারা। সব মিলিয়ে ভোটার বা অন্য নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়ে বসে আছেন কাকে তারা ভোট দেবেন। শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন এবং আগামীর দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সব প্রার্থীরা সহযোগিতা কামনা করেন।
অন্য দিকে সন্মেলন কমিটির দায়িত্বে থাকা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন বলেন,শনিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। ৪৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নির্বাচনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আশা করি সঠিক নেতৃত্ব ভোটের মাধ্যমে উঠে আসবে।