নিজস্ব প্রতিনিধি।
অদ্য আনুমানিক সন্ধ্যা ০৭,৩০ ঘটিকায় খুলনা মহানগরীর সদর থানাধীন ১নং কাস্টমস ঘাট এলাকায় ইমরান মুন্সী (২৮) পিতা- মৃত: বাবুল সরকার, মুন্সিপাড়া পাড়া, খুলনা সদর, খুলনা নামে জনৈক যুবককে ৪ জন সন্ত্রাসী মটোরসাইকেল যোগে এসে গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন বর্ণিত যুবককে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করতঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত *চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ইট-বালু ব্যাবসার সাথে জড়িত।মাদক সংক্রান্ত ঘটনার যে ধরে উক্ত হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়। এছাড়া হত্যাকান্ডের বিষয়ে সদর থানা পুলিশ কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।।