(নিজস্ব প্রতিনি নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা )
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্য দূর করে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, “বিএনপির কান্ডারি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র একদিন বিশ্বের রোল মডেল হবে।
রোববার ৫ অক্টোবর বিকেল ৫টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত এক বর্ণাঢ্য যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোহেল বলেন,আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সংগঠনকে বেগবান ও গতিশীল রাখতে যুবদলকে সবসময় অগ্রণী ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে এবং জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে মাঠে সক্রিয় থাকতে হবে। আগামীর সরকার গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে যুব সমাজই হবে প্রধান শক্তি।
তিনি আরও বলেন,বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল যুব সমাজ। আবারও সময় এসেছে—অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদের ঐক্যবদ্ধ হওয়ার। যুব সমাজকে ভোটাধিকার ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে গড়তে হবে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।
তেরখাদার তরুণদের উদ্দেশে তিনি বলেন,আমি দেখছি এখানে তরুণদের উদ্দীপনা, ভালোবাসা আর অদম্য মনোবল। এই শক্তিই একদিন বদলে দেবে তেরখাদা তথা পুরো বাংলাদেশ। যুব সমাজের হাতেই আছে দেশের আশার প্রদীপ
উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্যা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “বিএনপির প্রাণশক্তি ও মাঠের মূল ভরসা যুবদল। সংগঠনকে আরও গতিশীল করতে প্রত্যেক যুবদল কর্মীকে তৃণমূলের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে।
হেলাল আরও বলেন,বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার জলাবদ্ধ ভুতিয়ার বিল সংস্কার করা হবে, তেরখাদাকে গড়ে তোলা হবে শিল্পনগরীতে। দখলবাজ-চাঁদাবাজদের স্থান হবে না। শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটানো হবে।
সমাবেশে বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
সমাবেশ পরিচালনা করেন যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও শেখ অহিদ।
এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহাগ মুন্সি, শামীম আহমেদ রমিজ, কৃষকদল নেতা রাজু চৌধুরী, সাবু মোল্লা, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদ, চৌধুরী মেহেদী হাসান, মো. আল আমিন আমিন এবং ছাত্রদল আহ্বায়ক সাব্বির আহমেদ টগরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।।