আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা
দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল (বোগদিয়া) এলাকা থেকে মোঃ ইয়াজুল শেখ সাদ্দাম নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে সেনহাটি ফাঁড়ির টুআইসি এএস আই টিপুল। গ্রেফতারকৃত সাদ্দাম মোঃ আঃ সালামের পুত্র।
দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নির্দেশনায় সেনহাটি পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই টিপুলের নেতৃত্বে পুলিশের একটা টিম অভিযান চালিয়ে উক্ত আসামীকে গ্রেফতার করেছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, সাদ্দাম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।।